১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

বতসোয়ানার অভয়ারণ্যে এত হাতির লাশ!

আন্তর্জাতিক ডেস্ক:
আফ্রিকা মহাদেশের দেশ বতসোয়ানার একটি অভয়ারণ্যে ৯০টির বেশি হাতির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবেশ সংরক্ষণবাদীরা সোমবার এ তথ্য জানিয়েছেন।

পরিবেশবাদী সংগঠন ‘এলিফ্যান্টস উইদাউট বর্ডার’ ওই অভয়ারণ্যে একটি জরিপ পরিচালনা করেছে। তারা জানিয়েছে, অভয়ারণ্যে এই হাতি হত্যার ঘটনা আফ্রিকার ইতিহাসে সবচেয়ে বেশি।

সম্প্রতি বতসোয়ানার ‘বেআইনিভাবে প্রাণী নিধন বিরোধী ইউনিট’কে নিরস্ত্র করা হয়। এ সময়ই এতগুলো হাতি হত্যার ঘটনা ঘটলো।

বতসোয়ানায় বিশ্বের সবচেয়ে বেশি হাতি রয়েছে। তবে পশুশিকারিরা প্রায়ই দেশটির সীমান্ত ভেদ করে প্রবেশ করছে।

এলিফ্যান্টস উইদাউট বর্ডারের বিজ্ঞানীরা বন্য জীববৈচিত্র্যের ওপর এক বিস্তৃত জরিপ পরিচালনা করে জানান, কয়েক সপ্তাহ আগে এসব হাতিকে হত্যা করা হয়। এদের মধ্যে ৮৭টি হাতিকে হত্যা করা হয় তাদের দাঁত সংগ্রহের জন্য। এর আগে তিন মাস পূর্বে পাঁচটি সাদা গণ্ডারকে হত্যা করা হয়েছিল।

এলিফ্যান্টস উইদাউট বর্ডারের মাইক চেজ বলেন, ‘আমি হতভম্ব। আমি সম্পূর্ণ হতবুদ্ধ। এ যাবৎকালে আফ্রিকায় যত হাতি হত্যার ঘটনা শুনেছি বা পড়েছি তাতে এবারের ঘটনা সবচেয়ে বড়। ২০১৫ সালে হাতি শুমারির সময় হাতি শিকারের যে সংখ্যা ছিল এবারের সংখ্যা তার দ্বিগুণেরও বেশি।’

২০১৫ সালের জরিপে দেখা যায়, তার আগের এক দশকে আফ্রিকার তিন ভাগের এক ভাগ হাতি হত্যা করা হয়েছে। তাঞ্জানিয়ায় গত পাঁচ বছরে ৬০ শতাংশ হাতি হত্যা কমে গেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৮ ১:৫৮ অপরাহ্ণ