প্রভাষ আমিন: ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের বর্ষপূর্তি ছিল, সঙ্কটের নয়। রোহিঙ্গা সঙ্কট অনেক পুরনো। আগেও অনেকবার রাখাইনে আগুন দিয়ে রোহিঙ্গাদের খেদিয়ে বাংলাদেশে পাঠিয়েছে মিয়ানমার। তবে সেগুলো ছিল সংখ্যায় অল্প, অনেকটা পরীক্ষামূলক। মিয়ানমার যেন বাংলাদেশের প্রতিক্রিয়া দেখতে চাইছিল বা বাংলাদেশের গা সইয়ে নিতে চাইছিল। অল্প অল্প করে সওয়াতে সওয়াতে ২০১৭ সালের ২৫ আগস্ট চূড়ান্ত ধাক্কাটা দেয় মিয়ামনমার। নির্বিচার গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ...