২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৭

সাতক্ষীরায় ৬৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ লাখ ৩২ হাজার ৮শ টাকা মূল্যের বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার বেলা পৌনে ১২টায় বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাকাল চেকপোস্টের হাবিলদার মো. হাবিবুল্লাহ আল বাকীর নেতৃত্বে রোববার রাতে বিজিবির একটি দল দেবহাটা উপজেলার পারুলিয়া ঘোষপাড়া রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় থ্রি-পিস, ৭৬ পিস পাঞ্জাবী, ৬৪০ মিটার থান কাপড় এবং ভারতীয় ইমিটেশনের ৩৭০টি গলার হার, ৬১০ জোড়া কানের দুল, ৪২২ জোড়া কানের ফুল, ৭৬০টি চুলের ক্লিপ, ৭০টি আংটি, ৫৬ জোড়া নুপুর, ১২৪০টি গলার চেইন, ৯২০০ জোড়া হাতের চুড়ি, ১৫২ জোড়া হাতের পলা, ১২৭২টি চশমা জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৬৭ লক্ষ ৩২ হাজার ৮শ টাকা।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ৩:২৮ অপরাহ্ণ