১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১২

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ করা না হলে কঠোর আন্দোলন: শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

নিজস্ব প্রতিবেদক :

আগামী ৩০ জুনের মধ্যে সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা জাতীয়করণ করা না হলে কঠোর আন্দোলন শুরু হবে বলে হুমকি দিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

শনিবার এ বিষয়ে নয়াপল্টনে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। বক্তব্য রাখেন বাকশিস সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ, কেন্দ্রীয় নেতা মো. জাকির হোসেন, এস.এ ছফা চৌধুরী, অধ্যাপক আলমগীর যোগেস, অধ্যক্ষ মোঃ সেলিম মিঞা, অধ্যক্ষ নিজামউদ্দিন তরফদার।

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘সরকার শিক্ষা ব্যবস্থাকে দলীয়করণ করে শিক্ষার উন্নয়ন ব্যাহত করছে। পাবলিক পরীক্ষাসমূহে জিপিএ-৫ দিয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমর্থন পাওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। শিক্ষার দায়িত্ব পাওয়া মন্ত্রীর কথায় ও কাজে কোন মিল নেই। শিক্ষা সেক্টরে দুর্নীতি সকল সেক্টরকে হার মানিয়েছে।’

বৈশাখী ভাতা, ৫ শতাংশ বর্ধিত বেতন, নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা, ছাত্র-ছাত্রীদের টিফিন সরকার কর্তৃক প্রদানের ঘোষণা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘বেসরকারি শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি।’ তিনি ৩০ জুনের মধ্যে চাকরি জাতীয়করণের ঘোষণার দাবি জানান।

৩০ জুনের মধ্যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের সকল দাবি পূরণ না হলে আন্দোলনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে নেতৃবৃন্দ ঘোষণা দেন।

প্রকাশ :মে ৬, ২০১৭ ৮:৩০ অপরাহ্ণ