ক্রীড়া ডেস্ক :
অনেক নাটকীয়তা এবং জল্পনা-কল্পনা শেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি সিকে খান্না এমনটাই জানিয়েছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার তিন সপ্তাহ আগে আগামী সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অংশ নেবে কি না সেটি নিয়ে আলোচনা করবে রোববার স্পেশাল জেনারেল মিটিংয়ে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তার একদিন পরই দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দল ঘোষণায় অংশ নেবেন বলে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মকর্তা জানান।
তবে অবিলম্বে চ্যাম্পিয়নস ট্রফির দিল ঘোষণা করতে গত বৃহস্পতিবার বিসিসিআইকে নির্দেশ দেয় সিওএ। তার আগে সিওএ বিসিসিআইকে এটাও সতর্ক করে দেয় যে, চ্যাম্পিয়নস ট্রফি বয়কট করলে ভারত ২০২৩ সাল পর্যন্ত আইসিসির আর কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

