১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

সিলেট রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:   

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পাহাড় ধসে রেল লাইনের উপর পড়া মাটি সরিয়ে নেওয়ার ফলে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার বেলা ১১টা ৫০ মিনিটে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের মাস্টার কবির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলকর্মীরা লাইন থেকে মাটি সরিয়ে নিলে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আটকাপড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে সকাল সোয়া ৮টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে পাহাড় ধসে রেল লাইনের উপর পড়লে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সিলেট থেকে ঢাকামুখী ‘কালনী এক্সপ্রেস’ কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। সিলেটগামী ‘জালালাবাদ এক্সপ্রেস’ শ্রীমঙ্গলে আটকা পড়েছিল।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ