১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শাজাহানপুর থানার উপপরিদর্শক আছের আলী জানান, চট্টগ্রাম থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়া আসছিল। পথে ফটকি ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত অবস্থায় চারজনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ