১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৫

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:   

মৌলভীবাজারের লাউয়াছড়ায় রেললাইনের উপর পাহাড় ধসে মাটি পড়ায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ভানুগাছ রেলস্টেশনের মাস্টার শাহাদাৎ হোসেন জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া বনের ভেতরে মাগুরছড়া এলাকায় পাহাড় ধসে রেল লাইন সকাল নয়টা থেকে বন্ধ আছে। খবর পেয়ে দ্রুত মাটি কেটে লাইন পরিষ্কারে শ্রমিক নিয়ে রেলওয়ের কর্মকর্তারা কাজ শুরু করেছেন। তবে বৃষ্টি থাকায় মাটি কাটার পর আবার মাটি পরে রেললাইনে পড়ছে। ফলে কখন লাইনটি চালু করা যাবে তা বলা যাচ্ছে না।

সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়েছে বলে তিনি জানান।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ