১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

সাভারের বিভিন্ন সড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক:

সাভারের বিভিন্ন সড়কে সোমবার সকাল থেকে যানজট দেখা দিয়েছে। ফলে ওই সব সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিশেষ করে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর ত্রিমোড় এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া থেকে আশুলিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন জানান, ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি এলাকায় সোমবার ভোরে একটি ট্রাক বিকল হয়ে যায়। এরপর থেকে ওই মহাসড়ক দিয়ে একমুখী যান চলাচল করছে। ফলে নবীনগর ত্রিমোড় থেকে সাভারের দিকে এবং ধামরাইয়ের দিকে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া নবীনগর ত্রিমোড় থেকে বাইপাইল পর্যন্ত যানজট রয়েছে।

তিনি আরো জানান, প্রশস্ত রাস্তা না থাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে যানজট লেগেই থাকে। গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় সোমবার সকাল থেকে এখানে যানজট দেখা দিয়েছে।

এদিকে কয়েকদিনের বর্ষণে সড়ক-মহাসড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে খুব ধীর গতিতে গাড়ি চলছে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৯, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ