অনলাইন ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফির দ্বৈরথ জমিয়ে দেয় র্যার্ঙ্কিংয়ের দৌড়। কে কাকে পেছনে ফেলবে এনিয়ে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এই তিন দলের আসনটা উথান-পতনের মধ্যে দিয়েই গেছে। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে বাংলাদেশের ছয় নম্বর আসনটা বগলদাবা করে নিল পাকিস্তান। তাতে অবশ্য চিন্তার কারণ নেই বাংলাদেশের।
কারণ আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিয়ের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাইপর্ব। ওই দিনক্ষণের আগে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কোনো ওয়ানডে সিরিজ নেই।
দৈনিক দেশজনতা /এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

