নিজস্ব প্রতিবেদক:
সিগারেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বেশি করারোপের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বিড়ি ভোক্তা পক্ষ।
রোববার জাতীয় প্রেসক্লাবের হল রুমে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়।
তারা তিন বছরের মধ্যে বিড়ি শিল্পকে ধ্বংস করার পায়তারা বন্ধ করার এবং কমমূল্যে বিড়ি প্রাপ্তির সুযোগ রাখার দাবি জানায়।
সংবাদ সম্মেলনে বিড়ি ভোক্তা পক্ষ’র সভাপতি মোঃ আসলাম বলেন, ‘আজ থেকে দশ বছর আগে যে বিড়ি তিন থেকে চার টাকায় পাওয়া যেতো আজ তার দাম ১৫ টাকা। আমরা শুনতে পাচ্ছি এর দাম আরো বাড়ানো হবে। কিন্তু সে হারে সিগারেটের দাম বাড়ছে না। এটি সিগারেটের প্রতি আনুকূল্যের সামিল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিড়ি ভোক্তা কমরুদ্দিন, এন্তাজ মিয়া, মানিক মিয়া, মানিক তালুকদার, আল আমিন হোসেন, বাবুল আক্তার।
দৈনিক দেশজনতা /এমএম