১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৩

ঝিনাইদহে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষকদের বিনামূল্যে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বীজ বিতরণ করেন।

হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মো. আকরামুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোহাম্মদ মনিরুজ্জামান, হারভেস্টপ্লাস বাংলাদেশ’র এআরডিও মজিবর রহমান, উন্নয়ন ধারা নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, সমন্বয়কারী প্রফুল্ল কুমার সরকার ও জেলা পরিষদের সদস্য আশরাফুল আলম।

আলোচনাসভা শেষে হারভেস্ট প্লাস বাংলাদেশের সহযোগিতায় ওই এলাকার সাড়ে ৭’শ কৃষকদের ৩ কেজি করে জিংকসমৃৃদ্ধ ব্রি ধান-৬২ ও ব্রি-ধান ৭২-এর বীজ বিতরণ করা হয়।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ