১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

ইরানি জেলে নিহত সৌদি উপকূলরক্ষীদের গুলিতে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন জেলেকে হত্যা করেছে সৌদি আরবের উপকূলরক্ষীরা। পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মাজিদ আগা বাবায়ি জানিয়েছেন।

ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক এ পরিচালক জানান, বিশাল ঢেউয়ের কারণে ইরানি জেলেদের দুটি মাছধরা নৌকা নিজস্ব পানিসীমা থেকে ছিটকে পড়লে সৌদি উপকূলরক্ষীরা নৌকা দুটির ওপর গুলি চালায়। এতে একজন জেলে কোমরে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আগা বাবায়ি বলেন, “সৌদি আরবের এই পদক্ষেপ মানবিক কোনো নীতিমালার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; প্রবল ঢেউয়ের কারণে নৌকাগুলো ছিটকে পড়েছে এই বিষয়টিও তারা বিবেচনায় নেয় নি। উপকূলরক্ষীরা ইরানি মাছধরা নৌকার ওপর গুলি চালানোর অনুমতিপ্রাপ্তও কেউ না।” তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ যাচাই করে দেখছে যে, নৌকাগুলো সৌদি পানিসীমা লঙ্ঘন করেছিল কিনা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১২:১৪ অপরাহ্ণ