১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১১

তুরস্ক সামরিক ঘাঁটি স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান সৌদির

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্ক সৌদি আরবে সামরিক ঘাঁটি স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল রিয়াদ তা প্রত্যাখ্যান করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, তুরস্ককে সৌদি ভূমিতে সামরিক ঘাঁটি নির্মাণ করতে দেয়া হবে না।
রিয়াদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে এসপিএ আরো বলেছে, সৌদি সেনাবাহিনীর মান ‘সর্বোচ্চ পর্যায়ে’ রয়েছে বলে দেশটির এ ধরনের কোনো কিছুর প্রয়োজন নেই।
এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান রিয়াদকে সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কাতারে যেমন তুর্কি সামরিক ঘাঁটি রয়েছে তেমনি সৌদি আরবেও একই রকম ঘাঁটি স্থাপন করতে চায় আঙ্কারা।
এরদোগান একটি পর্তুগিজ টিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, তিনি নিজে রাজা সালমানকে এ প্রস্তাব দিয়েছেন। রাজা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করার আশ্বাস দিয়েছেন। কিন্তু তারপর থেকে রিয়াদের পক্ষ থেকে আর কোনো জবাব পাওয়া যাচ্ছে না বলে এরদোগান উল্লেখ করেন।
তুর্কি প্রেসিডেন্টের এ বক্তব্যের পর সৌদি বার্তা সংস্থা এসপিএ দৃশ্যত এ ব্যাপারে রিয়াদের অবস্থান পরিষ্কার করল।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ