১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

বিএনপির মহাসচিব মির্জা আলমগীরের গাড়ি বহরে হামলা

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৮ জুন) সকালে ১০ টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার গাড়ি বহরে হামলা চালানো হয়। রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ দেয়ার জন্য যাচ্ছিল গাড়ি বহর। গাড়িবহরে থাকা বিএনপির নেতারা বলছেন, তাঁরা কাপ্তাই হয়ে রাঙামাটি যাচ্ছিলেন। রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় তাঁদের গাড়িবহরে হামলা হয়। পরে গাড়িগুলো রাঙ্গামাটির দিকে অগ্রসর না হয়ে চট্টগ্রামের দিকে ফেরত যায়। হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, প্রায় ২০-২৫ জন লোক অতর্কিতে তাঁর গাড়িবহরে লাঠিসোঁটা, রামদাসহ হামলা করে।আমার গাড়ির কাচ ভেঙে গেছে। গাড়ি তছনছ করা হয়েছে। গাড়ির ভাঙা কাচ আমার শরীরে এসে লেগেছে। এ হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামীম গুরুতর আহত হন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের জীবন হুমকির মুখে। আমার হাতের আঙুল ফেটে গেছে, মহাসচিবের আঙুল ফেটে গেছে। আমাদের গাড়ি পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ