১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জন্ম মহোৎসব উপলক্ষে আঞ্চলিক সৎসঙ্গ অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি:

শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সৎসঙ্গের আয়োজনে নকিপুর সার্বজনীন হরিতলা মন্দির প্রাঙ্গনে যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ১২৯ তম জন্ম মহোৎসব উপলক্ষে আঞ্চলিক সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৎসঙ্গের কর্মসূচি অনুযায়ী ছিল সকালে সমবেত প্রার্থনা,সাড়ে দশটায় ভোগ নিবেদন, দুপুর সাড়ে ৩টায় শিশুদের সংগীতানুষ্ঠান,৪টায় মাতৃসম্মেলন,সাড়ে ৫টায় ভক্তিমুলক সংগীত অনুষ্টান ও সন্ধ্যা সাড়ে ৭ টায় সাধারন ধর্ম সভা অনুষ্টিত হয়। সভায় আলোচ্য বিষয় ছিল সর্ব-সমস্যা সমাধানে পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের দিব্য জীবন ও বাণী।
সহ প্রতিঋত্বিক অধীর কৃষ্ণ বাউলিয়ার সভাপতিত্বে ধর্ম সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অসিত বরণ মন্ডল- সহ প্রতিঋত্বিক কালীগঞ্জ, বিমল কুমার সানা- সহ প্রতিঋত্বিক সাতক্ষীরা, সুপদ চক্রবর্তী- সহ প্রতিঋত্বিক ও সাধারণ সম্পাদক বাগডাঙ্গা সৎসঙ্গ বিহার, ডাঃ কালী চরণ মন্ডল- সহ প্রতিঋত্বিক আশাশুনি,সাতক্ষীরা, বিশ^নাথ ঘরামী- সহ প্রতিঋত্বিক মুন্সিগঞ্জ। প্রভাষক অভিষেক মন্ডলের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক নিশিত রঞ্জন বৈদ্য। ধর্মসভায় উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্ত বায়ন কর্মকর্তা মোঃ জাফর রানা। ধর্মসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর মতুয়া সংঘের সভাপতি প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী,সাংবাদিক রনজিৎ বর্মন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ প্রমুখ। সঙ্গিত পরিবেশন করেন ত্রিদিপ কুমার,বিভূতি সরকার প্রমুখ। অনুষ্টানে শ্যামনগর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলা থেকে সৎসঙ্গিরা উপস্থিত হন।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ৪:৫৫ অপরাহ্ণ