আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার জেরুজালেমে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরাইলি পুলিশ। পৃথক ঘটনায় একজন পুলিশ ছুরিকাঘাত হলে এর জের ধরে তাদেরকে হত্যা করা হয় বলে জানা গেছে। এ সময়, নগরীর দামাস্কাস গেটে কিছু পথচারীও আহত হয়।
ইসরাইলি পুলিশ জানায়, দুই জন আততায়ী পুলিশদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে, পুলিশও তাদের পাল্টা জবাব দেয়। এ সময় তারা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।
মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদের নিকটে এ হত্যাকান্ড ঘটে। মান নিউজ এজেন্সি জানায়, দুই ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আরেকজন ফিলিস্তিনি (৩০) গুরুতর আহত হন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হামাস এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম জানান, এ হত্যাকাণ্ড প্রমাণ করে যে ফিলিস্তিনিরা এখনো শত্রুদের বিরুদ্ধে লড়ছে।
এএফপি’র হিসাব অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবর থেকে ২৭২ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে।
দৈনিক দেশজনতা/এন এইচ