১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

লন্ডন অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা তৃতীয় অংক ছাড়ানোর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

লন্ডনে গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শতাধিক ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। এখনো ৬৫ জনের মত নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ২৪ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার লন্ডনের পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কন্ডি গ্রেনফেল টাওয়ারের সামনে সাংবাদিকদের জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।’ দ্য সান পত্রিকা শুক্রবার নিখোঁজ ৬৫ জনের একটি তালিকা প্রকাশ করে, যাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তা হলে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা। এখনো পর্যন্ত কত শিশু নিখোঁজ আছে তা নিশ্চিত করা যায়নি তবে পুলিশ কমান্ডার জানান, ‘আমরা আশা করছি যে লাশের সংখ্যা তৃতীয় অংকে যাবে না।’ এদিকে শুক্রবার দিনে এ ঘটনার হতাহতদের সঠিক তথ্য জানতে চেয়ে ও জীবিতদের পুনর্বাসনের দাবিতে শহরের চেলসি ও ওয়েস্টমিন্সটার টাউন হল ঘেরাও করেছে প্রতিবাদী জনতা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। রাতেও কয়েক হাজার মানুষ এ ঘটনার ন্যায় বিচারের দাবিতে ওয়েস্টমিন্সটারে মিছিল করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ