২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪৪

ভূমিধস দুর্গতদের পাশে রবি

নিজস্ব প্রতিবেদক:

রাঙামাটিতে ভূমিধসে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ত্রাণ হস্তান্তর করেছে মোবাইল ফোন অপারেটর রবি। শুক্রবার চট্টগামের আগ্রাবাদে অবস্থিত রবি সেবাকেন্দ্রে রাঙামাটি সেনানিবাসের ক্যাপ্টেন হাবিবুর রহমান চৌধুরীর হাতে ত্রাণ সামগ্রীগুলো তুলে দেন অপারেটরটির ইন্টার্ন ক্লাস্টারের ক্লাস্টার ডিরেক্টর নজির আহমেদ।

প্রতিটি প্যাকে রয়েছে মুড়ি, আখের গুড়, চাল, মসুরের ডাল, সয়াবিন তেল, টোস্ট বিস্কুট, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট, স্যালাইন, মোমবাতি ও ম্যাচ। ৭৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করা হবে।

কর্পোরেট দায়বদ্ধতার আওতায় রবি দুর্যোগ ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়ে থাকে। ২০১৫ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ চালুকৃত হিউম্যানিটেরিয়ান কানেক্টিভটি চার্টারে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে রবি।

রবিই বাংলাদেশের একমাত্র মোবাইল ফোন অপারেটর যারা এই সনদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ। ভূমিধসের মতো এমন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রবি সব সময়ই আগ্রহী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ