আল-আমিন এম তাওহীদ, ভোলা॥
অদক্ষ লোক, নিয়োগ পত্র বিহীন, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই চলছে ভোলার বেসরকারি প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার গুলোর কার্যক্রম।
ভোলা জেলা প্রশাসনের কড়া নজরদারীতে শুক্রবার সকাল ১০টার দিকে নিবার্হী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার (বসু), জেলা ড্রাগ ওষুধ প্রশাসন কর্মকর্তা, ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ইফতেখার মাহমুদ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান-৮ এর কর্মকর্তাসহ একটি প্রশাসনের টিম ভোলা শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত প্রাইভেট ক্লিনিক ও ডায়নস্টিক সেন্টার গুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান দেখা যায়।
এসময় ভোলা সদর রোডের পাশে অবস্থিত হাবিব মেডিকেল সেন্টারে অদক্ষ লোক ও কর্মচারীদের নিয়োগ পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় মেডিকেল প্রাকটিকস বেসরকারি ক্লিনিক ভোক্তা অধিকার নিয়ন্ত্রন আইন- ১৯৮২- ১৩/৯- চ (ক) ৫২ ধারায় ২০ হাজার টাকা জরিমানা অনাদ্বায়ে ১ মাসের কারাদন্ড দেয়া হয়। দ্বীপলোক ফার্মেসিতে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে, ভোলা ফিজিওথেরাপি সেন্টারে অস্বাস্থ্যাকর পরিবেশ, ফিজওথেরাপির যন্ত্রপাতি বিকল থাকা, অদক্ষ লোক দিয়ে কার্যক্রম পরিচালনা করা, ড্রাগ ওষুধ প্রশাসনের সঠিক কাগজ পত্র না থাকায় ভোলান ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করে দেয়।
ভোলা জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোলা জেলা প্রশাসন।
দৈনিক দেশজনতা /এমএম