১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

আফগানিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, কথিত জঙ্গিগোষ্ঠী আইএস এ হামলা চালিয়েছে।আফগানিস্তানের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ শহরের দস্ত-ই-বারচি অঞ্চলের আল-জাহরা মসজিদে এই বোমা হামলা হয়।স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ জানিয়েছেন, মসজিদে প্রবেশের সময় হামলাকারীকে পুলিশ আটকানোর চেষ্টা করলে পরে ছুটে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ করে। এ সময় একজন পুলিশও নিহত হয়।জানা গিয়েছে, রমজান মাসের বিজোড় রাত্রিতে লাইলাতুল ক্বদরের প্রার্থনার উদ্দেশ্যে মুসল্লীরা মসজিদে অবস্থান করছিলেন। এ সময় ভীড়কে কাজে লাগিয়ে এ হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই গুলির শব্দও শোনা গিয়েছে। ফলে, হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে পুলিশ।আত্মঘাতী বোমা হামলাসহ কাবুলে গতমাসে কয়েকটি হামলায় ৯০ নিহত হয়েছে এবং ৪০০ জন আহত হয়েছে। এ মাসের শুরুতে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ১৫০ জন নিহত হয়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ