১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:২১

রাজধানীতে বাস উল্টে নিহত ২ আহত ৪


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পশাল চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অজ্ঞাত এক পুরুষ মারা যান। আহতদের চিকি‍ৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পলাশ চন্দ্র।

এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি (অপারেশন) রাহাত খান বলেন, নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৬, ২০১৭ ১০:০৭ পূর্বাহ্ণ