১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

লন্ডনে অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের ৫ জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের  ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার একই পরিবারের পাঁচ সদস্য গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন।

এই খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কখন তাদের বিষয়ে খবর আসবে এই অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা।

নিখোঁজ কমরু মিয়া মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ফৈসাউরা গ্রামের বাসিন্দা।  ৯০ বছর বয়সী কমরু মিয়া বছরখানেক ধরে স্বপরিবারে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের একটি ফ্ল্যাটে থাকেন। মঙ্গলবার রাতে ওই ভবনে আগুন লাগার তিন দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছে না কমরু মিয়া ও তার স্ত্রী-সন্তানসহ পরিবারের পাঁচ সদস্যের।

নিখোঁজ কমরু মিয়ার দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী জুলেখা বিবি (৭৫) তার তিন সন্তান সুজন মিয়া (৫০), মিনা বেগম (৫২) ও রুসনা বেগমকে (৬০) নিয়ে দেশে থাকেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া বেগম ও চার সন্তান আব্দুল হাকিম (৩৫), আব্দুল হামিদ (৩২), আব্দুল হানিফ (২৫) ও হুসনা আক্তার তানিমাকে (২০) নিয়ে কমরু মিয়া লন্ডনে থাকতেন।

মঙ্গলবার রাতে গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকে তাদের খোঁজ পাচ্ছেন না দেশে বসবাসরত কমরু মিয়ার পরিবার। তারা জানান, অগ্নিকাণ্ডের সময় অন্য ভবনে ছিলেন আব্দুল হাকিম। তিনি দেশে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছেন। তার বাবা-মা এবং তিন ভাই-বোন এখনো নিখোঁজ। তারা আদৌ বেঁচে আছেন, নাকি মারা গেছেন- তা নিশ্চিত হতে পারছেন না পরিবারের সদস্যরা।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৯:২০ অপরাহ্ণ