১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৭

পশ্চিম সুন্দরবনে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র গুলি সহ ২ বনদস্যু আটক

শ্যামনগর প্রতিনিধি :

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিনে মালঞ্চ নদী সংলগ্ন চালতেবাড়িয়া খালে অভিযান চালিয়ে বনদস্যু রবিউল বাহিনির ২ সদস্যকে অস্ত্র গুলি সহ বৃহস্পতিবার সকালে আটক করেছে র‌্যাব-৬ ও কৈখালী কোস্টগার্ড এর সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা।
আটককৃত ২ বনদস্যু হলো-শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামে মকবুল হাওলাদারের ছেলে মনিরুল হাওলাদার (২৫) ও আশাশুনি থানার মির্জাপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে গোলাম রসুল (২২)। এ সময়ে তাদের কাছ থেকে দেশি তৈরী একটি এক নলা বন্দুক ও তিনটি কাটা রাইফেল সহ ২১ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। র‌্যাব-৬ এর উপ-পরিদর্শক (এস আই) জামিল কবির জানান, ঘটনাস্থলে রবিউল বাহিনীর সদস্যরা জেলেদের উপরে হামলা করে মেহেদী, মুজিবর ও বাবলু নামে তিন জেলেকে জিম্মি করে। এ সংবাদ র‌্যাব জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৩ জেলেকে উদ্ধার সহ অস্ত্র গুলি সহ ২ বনদস্যুকে আটক করা হয়।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৭:৫০ অপরাহ্ণ