১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২০

৮ বছরের শিশু কন্যা ধর্ষিতঃ রংপুর মেডিকেলে ভর্তি

রংপুর প্রতিনিধি:

পীরগঞ্জে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের ঘটনা ঘটেছে । আর ধর্ষিতা শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুরের রমজান আলীর পুত্র আল আমিন খুশী (১৯) সোমবার রাতে একই গ্রামের এক বাড়ীর (সামাজিক কারনে ধর্ষিতার ঠিকানা জানানো হলোনা) নির্জনতার সুযোগে গৃহকর্তার শিশু কন্যাকে ধর্ষন করে। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে ধর্ষক খুশী পালিয়ে যায়।

শিশুটির যৌনাঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরন হলে তাকে তাৎক্ষনিক ভাবে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটেলে রাতেই শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম এ প্রসঙ্গে বলেন, বিষয়টির ব্যাপারে অভিযোগ পেয়েছি। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৭:৪২ অপরাহ্ণ