নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের নিচু এলাকা থেকে নেমে গেছে পানি। এতে জেলা শহরের ১২টি আশ্রয়কেন্দ্র থেকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত লোকজন বেশির ভাগই ঘরে ফিরে গেছে। এছাড়া আশ্রয় কেন্দ্রগুলোতে থাকা লোকজনদের মাঝে প্রশাসনের পক্ষ হতে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫৩১টি পরিবারের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।
এছাড়া সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকেও খাবার বিতরণ করা হয় আশ্রয় কেন্দ্রগুলোতে। বৃহস্পতিবার সারাদিনে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ৫৩১টি পরিবারকে ২০ কেজি করে মোট ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।
এদিকে বান্দরবানের সাথে রুমা থানচি ও অন্যান্য উপজেলার সাথে সড়ক যোগাযোগ শুরু হয়েছে। অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহও চালু হয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া সাহায্য জেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়া পাহাড় ধসে যাতে প্রাণহানির ঘটনা আর না ঘটে সে লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দৈনিক দেশজনতা/ এমএইচ