২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৩

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে স্কুলছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করলে আব্দুল খালেক হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করে বখাটেরা। বুধবার রাত ৮ টায় ওই গ্রামের চাঁদেরহাট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ আব্দুল খালেক হাওলাদার পেশায় রিকশাচালক।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল খালেক হাওলাদারের শ্যালকের মেয়ে সুবর্ণা চরহোগলা হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করে। তবে সুবর্ণা স্কুলে আসা-যাওয়ার সময় প্রায়ই উত্যক্ত করতো একই এলাকার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র তুষার। বিষয়টি আব্দুল খালেক হাওলাদারের চোখে পড়লে তুষারকে সর্তক করেন ও পরিবারের কাছে বিচার দেন।

এরই প্রেক্ষিতে বুধবার রাতে চাদের হাট বাজারে যাওয়ার পথে ৭-৮ জন সহযোগী নিয়ে বৃদ্ধ খালেকের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় বখাটে তুষার। এতে গুরুতর আহত হলে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। ঘাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ৩:১৫ অপরাহ্ণ