২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৩

ঈদকে সামনে রেখে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক:

ঈদকে সামনে রেখে কমতে শুরু করেছে চীনা রসুন, চিনি, ছোলা, পেঁয়াজের দাম। পাশাপাশি লম্বা বেগুনসহ অন্যান্য সবজির দামও কমেছে। তবে রমজান মাসের শুরুতে খুচরা বাজারে এসব পণ্যই অতিরিক্ত লাভে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। ১৪ জুন বুধবার রাজধানীর আগারগাঁও, মিরপুর ১ নম্বর, মহাখালী কাঁচাবাজার ও কারওয়ান বাজারগুলোর চিত্র এমনই ছিল বলে জানা গেছে। যেখানে গত মে মাসের শেষ সপ্তাহে রমজান মাস শুরুর আগে হঠাৎ সেই রসুনের দাম বেড়ে ৩৫০-৪০০ টাকা হয়ে যায়। বুধবার সেই রসুনের দাম খুচরা দোকানে ২৮০-৩০০ টাকা। ব্যবসায়ীরা দাবি করেন, চীনা রসুন আমদানি কম হওয়ায় বাজারে সংকট তৈরি হয়ে দাম বেড়েছিল।মহাখালী কাঁচাবাজারে এবার রমজান মাস শুরুর আগে চীনা রসুনের দাম অস্বাভাবিক বেড়ে যায়। খুচরা ব্যবসায়ীরা যে দামে রসুন কিনেছিলেন, সেগুলো বিক্রি হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে রসুনের দাম আরও কমে যাবে।এবার পবিত্র শবে বরাতের আগেই চিনির দাম ৬৪-৬৫ টাকা থেকে বেড়ে ৬৮-৭০ টাকায় উঠেছিল। রমজান মাস শুরুর দিন সেটা বেড়ে দাঁড়ায় কেজিপ্রতি ৭৫ টাকায়। গতকাল বাজার ঘুরে দেখা যায়, খোলা চিনির দাম কেজিতে সাত থেকে আট টাকা কমে ৬৭-৬৮ টাকায় বিক্রি হচ্ছে। আর প্যাকেট করা প্রতি কেজি চিনির দাম ৭২ টাকা।মহাখালী কাঁচাবাজারে সিটি করপোরেশনের টাঙানো মূল্যতালিকায় অনুযায়ী, ছোলার পাইকারি মূল্য ৭৮ টাকা আর খুচরা মূল্য ৮০ টাকা। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়। এছাড়া কমেছে পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজের দাম কেজিতে চার টাকা কমে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৫, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ