১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮

আপনি কার সঙ্গে? নওয়াজ শরীফকে সৌদি বাদশা

অনলাইন ডেস্ক:

চলমান কাতার সংকটে পাকিস্তানকে স্পষ্ট অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে সৌদি বাদশা সালমান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কাছে জানতে চান আপনি কার সঙ্গে? আমাদের না কাতারের? সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে সৌদি বাদশাহ এ প্রশ্ন করেন। খবর দ্য এক্সপ্রেস টিব্রিউন।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতার সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতেই সৌদি সফরে আছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৈঠকে সৌদি বাদশাহর ওই প্রশ্নের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছে, মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা কূটনৈতিক সংকটের মাঝে পাকিস্তান কোনো পক্ষ নেবে না।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের পর থেকে পাকিস্তান অত্যন্ত সতর্কতামূলক পথ অবলম্বন করছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে অর্থায়ন ও সমর্থনের অভিযোগ আনা হয়েছে তেল সমৃদ্ধ কাতারের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের এই সংকটে সৌদি আরবের নেয়া পদক্ষেপে ইসলামাবাদের সমর্থন চায় রিয়াদ।

আরব বিশ্বের নজিরবিহীন এই সংকটের ব্যাপারে আলোচনা করতে গত সোমবার রিয়াদে যান পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সফরে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াসহ উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। তবে পাক প্রধানমন্ত্রীর এ সফর তাৎক্ষণিকভাবে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে কোনো আশার আলো আনতে পারেনি।

পাক সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, মধ্যপ্রাচ্যে বিভাজন তৈরি করতে পারে এমন ইস্যুতে কোনো পক্ষকেই সমর্থন করবে না।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ৬:২৩ অপরাহ্ণ