১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

আজ যোগদান করছেন বেরোবির নতুন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশবিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ আজ বুধবার (১৪ জুন) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চতুর্থতম উপাচার্য হিসেবে যোগদান করছেন বলে জানা গেছে।  এ বিষয়টি নিশ্চিত করেছেন নয়া এ উপাচার্য।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, গত ১ জুন  তাকে এ বিশ^বিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ মে সাবেক উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর উন নবী’র মেয়াদ শেষ হলে অভিভাবকহীন হয়ে পড়ে এ বিশ্ববিদ্যালয়টি।
এদিকে উপাচার্য না থাকায় অনুষ্ঠিত হচ্ছে না বিভিন্ন বিভাগের পরীক্ষা। এমনকি পরীক্ষার ফলাফলও দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কেউই বেতনও তুলতে পারছেন না।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১০:১৪ পূর্বাহ্ণ