২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৫৩

দুই রুটে ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশনের পুবাইল কলেজ গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে মালবাহী একটি টেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টঙ্গী রেলস্টেশনের স্টেশনমাস্টার তহুরুল ইসলাম জানান, বুধবার ভোর পাঁচটার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজ গেট এলাকায় পৌঁছালে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৪, ২০১৭ ১০:০৭ পূর্বাহ্ণ