নিজস্ব প্রতিবেদক: ঢাকা অদূরে আশুলিয়ায় হিজড়া সম্প্রদায় পরিচালিত ‘উত্তরণ বিউটি পার্লার’ নামে একটি পার্লার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশের অতিরিক্ত ডিআইজি (হেডকোয়াটার্স, সংস্থাপন) হাবিবুর রহমান প্রধান আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মাস্টার প্লাজায় এ বিউটি পার্লারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
বিউটি পার্লার উদ্বোধনের সময় পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের সঙ্গে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

