১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:১০

সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ইনানী বিচে সাগর জলে পা ভেজালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি সৈকতে নেমে যান। এসময় কিছুক্ষণ খালি পায়ে হাঁটেন তিনি। পানিতেও নামেন। এসময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এর আগে বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমির মঞ্চ থেকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারকে আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলা হবে।

এদিন সকালে বিমানের বোয়িং উড়োজাহাজ মেঘদূত-এ কক্সবাজার নামার পর ইনানী সৈকতে যান প্রধানমন্ত্রী। এর মধ্যদিয়ে সেখানে সুপরিসর বিমান চলাচল শুরু হল।

প্রকাশ :মে ৬, ২০১৭ ২:৩৫ অপরাহ্ণ