নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার একটি কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ফয়সাল (২৩) নামে একজন শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দুপুরে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে। নিহত ফয়সাল পটুয়াখালী জেলার বাউফল থানার চাদকাঠি এলাকার কামাল খন্দকারের ছেলে। তিনি আশুলিয়ার আদর্শগ্রামে একটি ভাড়া বাসায় থেকে আশুলিয়ার আউকপাড়া এলাকার ফরচুন জিপার লিমিটেড কারখানায় কাজ করতেন। ঢামেক সূত্রে জানা যায়, গত ৮ জুন সন্ধায় আশুলিয়ার আউকপাড়া এলাকার ফরচুন জিপার লিমিটেড কারখানার শ্রমিক ফয়সালকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪দিন পর সোমবার দুপুরে সে মারা যায়। নিহত ফয়সালের শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে, এই ঘটনায় শাহাবাগ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। সাধারণ ডায়েরি নং ৬৪৮। অপরদিকে, ব্রয়লার বিস্ফোরনের ঘটনা অবগত নয় বলে জানান শিল্প পুলিশ-১। তবে শাহাবাগ থানার ওসি আবুল হাসান বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ফয়সাল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ