রাজধানীর সদরঘাটে ৪০/৫০ জন যাত্রী নিয়ে ডুবে যাওয়া ফেরি পারাপারে ব্যবহৃত ট্রলারের সন্ধান মিলেছে। তবে পানির নিচ থেকে তা এখনো উদ্ধার করা যায়নি। এ ট্রলারডুবির ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদর দফতর। এরআগে সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে সদরঘাটের ইস্পাহানি গার্ড এলাকা থেকে ট্রলারটি নিখোঁজ হয়। খবর পেয়ে ডুবে যাওয়া ট্রলার ও যাত্রীদের উদ্ধারে নামেন বাংলাদেশ নৌবাহিনীর, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তাদের সহযোগিতা করেন থানা পুলিশ। যাত্রীসহ ট্রুলারডুবির বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার না বলেন, সোমবার দিবাগত রাত রাত সোয়া ১টার দিকে কয়েকজন যাত্রীসহ ট্রলারটি নিখোঁজ হয়। খবর পেয়ে রাতেই ট্রলারটি উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ শুরু করেন। সর্বশেষ ট্রলারটির সন্ধান মিলেছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে, খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ। নৌ পুলিশ সদর দফতরের ক্রাইম অ্যান্ড অপস বিভাগের এএসপি আবুল কালাম আজাদ বলেন, ৪০ থেকে ৫০ জন যাত্রী ছিলেন ট্রলারে। এদের মধ্যে এক নারী যাত্রী শুধু নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে চেষ্টা চলছে। বাকিরা সাঁতরে ও উদ্ধারকারীদের সহায়তায় তীরে আসতে সক্ষম হয়েছেন। তিনি আরও বলেন, ট্রলারের সন্ধান পেয়েছি। সেটি উদ্ধারে কোস্টগার্ড, নৌবাহিনীর সঙ্গে কাজ করছে নৌ পুলিশ।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

