অনলাইন ডেস্ক:
কাতার চেম্বার অব কমার্সের প্রধান সালেহ বিন মোহাম্মদ বিন হামাদ আল শারকি কাতারকে সঙ্কট মুহূর্তে সাহায্যে করার জন্যে তুরস্ককে প্রকৃত বন্ধু বলে অভিহিত করেছেন এবং কাতার তাদের সাহায্যের কথা কোনোদিন ভুলবে না বলেছেন।
কাতারের একজন কর্মকর্তা রবিবার কাতারের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য তুরস্কের প্রশংসা করেছেন।
‘আমরা তুরস্কের সাহায্যের জন্য তুর্কি সরকার ও নাগরিকদের ধন্যবাদ জানাই। আমরা এই সমর্থন এবং সাহায্য কখনোই ভুলে যাব না।’ কাতার চেম্বার অব কমার্সের প্রধান সালেহ বিন মোহাম্মদ বিন হামাদ আল শারকি রাজধানী দোহায় তার অফিসে আনাদোলু নিউজ এজেন্সি একথা বলেন।
এছাড়া তিনি তুরস্ককে ‘সত্যিকারের বন্ধু’ খেতাব দিয়েছেন ।
তিনি আরো বলেন, কাতার তুরস্কের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে চায়।
গত সপ্তাহে পাঁচটি আরব দেশ সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইয়েমেন কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল দোহার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগে।
কাতার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং চরমপন্থার সঙ্গে কথিত যোগসাজশের যে অভিযোগ কাতারের বিরুদ্ধে উঠেছে, তা থেকে মুক্তি পেতে নিজস্ব পররাষ্ট্র নীতিকে বাদ দিয়ে বশ্যতা স্বীকার করবে না বলে দেশটি প্রতিজ্ঞা করেছে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেছেন, সঙ্কট সমাধানে তিনি কূটনৈতিক সমাধান চান।
দৈনিক দেশজনতা /এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

