নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরী ও জেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। পৃথক এসব ঘটনায় গুরুতর আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। সোমবার সকালের দিকে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাদুরতলা এলাকায় বৃষ্টির মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে রবিউল করিম (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩০) গুরুতর আহত হন। পড়ে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার রবিউলকে মৃত ঘোষণা করেন। তাছাড়া নগরীর হালিশহরের রামপুরা এলাকায় সকালে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায় রাজু নামে ১২ বছর বয়সী এক শিশু। অপরদিকে ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে আখতারুজ্জামান (৫০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানা যায়, আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তারা হলেন হাসিনা বানু (৪৬), মিনহাজ উদ্দিন (২৪), মামুন (২৯) ও ইসমাইল (৪৬)।
দৈনিক দেশজনতা /এমএম