নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন প্রিন্সিপাল পদে নিয়োগ পেলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক খান মো. আবুল কালাম আজাদ।
আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে।
আবুল কালাম আজাদ সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের স্থলাভিষিক্ত হলেন। অধ্যাপক ইসমাইল খান সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান। ভিসি হিসেবে নিয়োগের জন্য তিনি গত মাসের মাঝামাঝি সময়ে প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করলে এ পদটি শূন্য হয়। এ পদে একাধিক মেডিকেল কলেজের অধ্যক্ষসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী থাকলেও সার্বিক যোগ্যতায় প্রিন্সিপাল হিসেবে খান মো. আবুল কালাম আজাদ নিয়োগ পান। তিনি প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পাওয়ায় রাজধানীসহ সারাদেশের চিকিৎসকদের মধ্যে খুশির বন্যা বইছে।
অধ্যাপক ডা. খান মো. আবুল কালাম আজাদ ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে (কে-৩৫) এমবিবিএস পাস করেন। ১৯৮৩ সালের ২৭ নভেম্বর ইন সার্ভিস ট্রেইনি হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি ১৯৯১ সালে মেডিসিন বিষয়ে এফসিপিএস ও ১৯৯৯ সালে এমডি ডিগ্রি অর্জন করেন।
দৈনিক দেশজনতা /এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

