১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

সেমিফাইনাল: টিকিটের লড়াইয়ে এগিয়ে ভারত

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ, ভারত এবং ইংল্যান্ড। সেমিফাইনালের চূড়ান্ত হওয়া তিন দল। তিন দেশের সমর্থকরা টিকিট কিনতে রীতিমতো লড়াই করছেন। সেই লড়াইয়ে আপাতত জয়ী ভারতীয়রা। অধিকাংশ টিকিট তারা কেটে ফেলেছেন!

এজবাস্টনে ১৫ জুনের সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ভারত। ১৪ জুন আরেকটি ম্যাচ, কার্ডিফে। সেখানে ইংল্যান্ড খেলবে পাকিস্তান অথবা শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতীয়রা দুই ম্যাচের টিকিটেই ভাগ বসিয়েছেন।

কার্ডিফের ৩৭ শতাংশ এবং এজবাস্টনের ৩৮ শতাংশ টিকিট কিনে নিয়েছেন তারা।

আর এতে ভালোই বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং ইংল্যান্ডের সমর্থকরা। স্বাগতিক হয়েও মাঠে বসে খেলা দেখতে পারবেন কিনা এমন সংশয় কাজ করছে ইংলিশ সমর্থকদের মধ্যে। আর পুরো টুর্নামেন্ট জুড়ে টাইগারদের সমর্থন জানানো প্রবাসী বাংলাদেশীদের মাঝে দেখা যাচ্ছে টিকিটের জন্য হাহাকার।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৮:৩৩ অপরাহ্ণ