১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

২৩৭ রানের লক্ষে ব্যাট করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে যেতে পাকিস্তানের প্রয়োজন ২৩৭ রান।

সোমবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস হেরে ব্যাট করে ৪৯ দশমিক ২ ওভারে ২৩৬ রানে অলআউট হয় শ্রীলংকা।

দলের পক্ষে নিরোশান ডিকওয়েলা সর্বোচ্চ ৭৩ রান করেন। এছাড়া অধিনায়ক অ্যাঞ্জেলা ম্যাথিউজ ৩৯, কুশাল মেন্ডিস ২৭ রান করেন।

পাকিস্তানের হয়ে জুনায়েদ খান ও হাসান আলী ৩টি করে এবং মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট লাভ করেন।

আজকের ম্যাচে জয়ী দল আগামী ১৪ জুন প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৮:২৩ অপরাহ্ণ