নিজস্ব প্রতিবেদক:
আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান ও গ্রেপ্তারের কারণে জঙ্গিবাদীদের শক্তি ক্ষয় হয়ে গেছে বলে দাবি করেছে পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। ইউনিটের প্রধান প্রধান মনিরুল ইসলামের দাবি, ‘এই মুহূর্তে জঙ্গিরা এখন কোণঠাসা। তাদের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। তাঁরা এখন ডিমোরালাইজড (আশাহত) হয়ে গেছে।
সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মনিরুল ইসলাম। রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর নিউ সুপার মার্কেট থেকে আটক ছয় সন্দেহভাজন জঙ্গির বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলন ডাকে পুলিশ।
আটক ছয় জন হলেন জহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক, মোহাম্মদুল্লাহ আদনান, মেহেদী হাসান ইমন, খালিদ সাইফুল্লাহ ও শামসুদ্দিন আল আমিন।
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান বলেন, ‘তারা (জঙ্গিরা) ছোট ছোট সংগঠন করে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা নিচ্ছে। তাঁদের প্রায় প্রত্যেকেরই একাধিক ফেইক নাম রয়েছে। তারা প্রত্যেকেই একেকজনের কাছে একেক নামে পরিচিত।’
২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার বর্ষপূর্তিতে আটক ছয় জন নাশকতার চেষ্টা করেছিল বলেও জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, আটক ছয় ‘জঙ্গি’দের মধ্যে দুইজন দেশের একজন শীর্ষ স্থানীয় আলেমকে হত্যার প্রস্তুতি গ্রহণ করেছিল।
এক বছর আগে হলি আর্টিজান বেকারিতে যে হামলা হয়েছে, সেটা বাংলাদেশের পাশাপাশি উদ্বিগ্ন করে তোলে অন্যান্য দেশকেও। জঙ্গিরা ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। পরে অবশ্য সেনাবাহিনীর কমান্ডো অভিযানে প্রাণ হারায় হামলাকারী পাঁচ জন।
এই হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা অভিযানে গত প্রায় এক বছরে প্রাণ হারিয়েছে সন্দেহভাজন ৩৫ জনেরও বেশি জঙ্গি। এদের মধ্যে সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় নেতৃত্ব দানকারী নব্য জেএমবির নেতৃত্বদানকারী হিসেবে চিহ্নিত তামিম চৌধুরীও রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে শীর্ষস্থানীয় জঙ্গিরা নিহত অথবা ধরা পড়লেও জঙ্গি তৎপরতা একেবারে শেষ হয়ে যায়নি। সম্প্রতি ঝিনাইদহ এবং রাজশাহীতে একাধিক ঘটনা আলোড়ন তুলেছে। এর মধ্যে গত ১১ মে রাজশাহীর গোদাগাড়িতে অভিযান চলাকালে ফায়ার সার্ভিসের কর্মীকে এক নারী জঙ্গির কুপিয়ে হত্যার দৃশ্য দেখে শিউরে উঠে দেশবাসী। প্রায়েই বিক্ষিপ্তভাবে আটক হচ্ছে সন্দেহভাজন জঙ্গিরা।
নিউমার্টেক এলাকা থেকে আটক সন্দেহভাজন জঙ্গিদের বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, ‘গ্রেপ্তার ছয়জনের সদস্যের একজন ঢাকার নিউমার্কেট এলাকার একটি মসজিদে তারাবি নামাজ পড়ান। নামাজ শেষে সংগঠনের অন্যান্য সদস্যরা একত্রিত হয়ে হামলার পরিকল্পনা করেন। তাদের মধ্যে জাহিদুল ইসলাম ওরফে জোহা ওরফে বোতল ওরফে মাসরুর ও আবু বকর সিদ্দিক ওরফে আবু মোহাম্মদ দেশের একজন শীর্ষ স্থানীয় আলেমকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল।’
মনিরুল আরও বলেন, ‘গ্রেপ্তার ছয় জনের মধ্যে জাহিদুল ইসলাম এই গ্রুপের সংগঠক। তাদের রিমান্ডে নিলে আরও গুরত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে।’ তিনি জানান, জিজ্ঞাসাবাদে এরা জানিয়েছে তারা এই সংগঠনের আইয়ুব বাচ্চু ওরফে মাখনদা ওরফে লালভাই এর নির্দেশ অনুযায়ী তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে আইয়ুব বাচ্চুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দৈনিক দেশজনতা/ এমএইচ