১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

ছাত্রলীগ নেতাকে আটক করায় ১৫ পুলিশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:

বিকাশ এর টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ সভাপতিকে আটক ও মারধরের ঘটনায় টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের ১৫ সদস্যকে একযোগে প্রত্যাহার করা হয়েছে।

টঙ্গী কলেজ গেটে রোববার অস্ত্রের মুখে আনসার ও শিল্প পুলিশের সদস্যদের চ্যালেঞ্জ করে ওই ছিনতাই চেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর ও আমিনুল ইসলাম ইয়াসিন নামের অপর ছাত্রকে আটক করে শিল্প পুলিশের সদস্যরা। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা টঙ্গী কলেজ গেটে শিল্প পুলিশের ব্যারাক ঘেরাও দিয়ে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুরকে ছেড়ে দেয়া হয়।

এদিকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী দলের অন্য সদস্য ও তাদের ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিকাশ এর টাকা বহনের নিরাপত্তায় নিয়োজিত আনসারদের পক্ষ থেকে আটক আমিনুল ইসলাম ইয়াসিনকে একমাত্র এজাহারভুক্ত আসামী ও তার অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের ইনচার্জ আবু রায়হান সোহেল তার ক্যাম্পের ১৫ পুলিশ সদস্য প্রত্যাহারের সত্যতা স্বীকার করে বলেন, উদ্ভুত পরিস্থিতিতে রোববার রাতেই টঙ্গী শিল্প পুলিশের ১৫ সদস্যকে আপাতত প্রত্যাহার করেছেন উর্দ্ধতন কর্তৃপক্ষ। ছিনতাই ঘটনায় পুলিশ ও ছাত্রলীগের ভূমিকা নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর কারোর দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৩:৩৮ অপরাহ্ণ