১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১২

একদিনে ৩ মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে আজির উদ্দিন (৭০), বাদশা মিয়া (৬২) ও আরকুম আলী (৬০) নামে ৩ মুক্তিযোদ্ধাকে কুপিয়েছে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার সকালে সন্দেহজনকভাবে দু’জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

আহতরা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনীটিলা, সৈয়দাবাদ ও রহমতপুরের বাসিন্দা। রোববার বিকেলে ও রাতে পৃথক পৃথকভাবে তাদের কুপিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, রোববার বিকলে সাড়ে ৫টার দিকে উপজেলার সৈয়দাবাদ গ্রামে নিজ বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা বাদশা মিয়াকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে একই সময়ে পার্শ্ববর্তী রহমতপুর গ্রামে নিজ বাড়ির সামনে মুক্তিযোদ্ধা আরকুম আলীকে কুপিয়ে আহত করে। এরপর রাত ৮টার দিকে নিজ বাড়িতে ঢুকে মুক্তিযোদ্ধা আজির উদ্দিনকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, কারা কি কারণে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৩:০০ অপরাহ্ণ