১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

মুন্সীগঞ্জে অস্ত্রসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদেশি অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটত করা হয়। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে র‌্যাব-১১।

মুন্সীগঞ্জ র‌্যাব-১১ এর সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, উপজেলার আলামিন বাজার থেকে ৬৬৫ বোতল ফেনসিডিলসহ মনির হোসেন (৩৫) ও আজিবরকে (৩৮) আটক করা হয়। তাদের কাছে মাদক বিক্রির ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। বাঘড়া ইউনিয়নের কামারগাঁও এলাকার মতিউর রহমানের ছেলে মনির এবং আজিবর তোতা মিয়ার ছেলে।

এদিকে কোলাপাড়া ইউনিয়নের কাজুরগাঁও এলাকায় অভিযান চালিয়ে আইনুল হকের ছেলে কালা স্বপনের (৩৫) বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড তাজা গুলি এবং ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আলামিন (৩৩) নামে আরো একজনকে আটক করা হয়। এ ছাড়া অস্ত্র বেচাকেনার ৪ লাখ ৬৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। তাদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

প্রকাশ :জুন ১২, ২০১৭ ১২:৪৯ অপরাহ্ণ