১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

রাজধানীতে আটক ৬ জেএমবি সদস্য

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নিউমাকের্ট থানা এলাকা থেকে নব্য জেএমবির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম ওরফে বকুল ওরফে জোহা (২৩), আবু বকর সিদ্দিক (১৯), মোহাম্মদউল্লাহ আদনান (১৯), মেহেদী হাসান (২১), খালেদ সাইফুল্লাহ (২০) ও শামসুউদ্দিন আলামিন (২০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদর রহমান জানান, রোববার গভীর রাতে নিউমাকোর্ট থানা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে জঙ্গি কার্যক্রমের তত্ত্ব সম্বলিত বিভিন্ন কাগজ পত্র, নোট বই, জঙ্গি কার্যক্রমের তত্ত্ব সংশ্লিস্ট পেনড্রাইভ উদ্ধার করা করা হয়েছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুন ১২, ২০১৭ ১১:১৪ পূর্বাহ্ণ