১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৮

সেমিফাইনালে টাইগারদের প্রতিপক্ষ ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পেল মাশরাফিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে জয়ের মাধ্যমে এ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই সেমিফাইনাল খেলবে কোহলিরা। তাই বি গ্রুপের রানার্স আপ দল বাংলাদেশই হতে যাচ্ছে তাদের প্রতিপক্ষ। মূলত নেট রান রেট ও জয়ের হিসেবে এগিয়ে থাকার সমীকরণই বলছে এটি।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ জুন বার্মিংহামে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লড়াইটা তাই এখনই উত্তেজনার পারদ ছড়াচ্ছে দুই দেশের সমর্থকদের মধ্যে। এমনিতেই ভারত-বাংলাদেশ ম্যাচ বাড়তি উত্তাপ ছড়ায়। আর এবার আইসিসির বড় আসরের সেমিফাইনাল হওয়ায় তা অন্যরকম মাত্রা যোগ করেছে।

সূত্র: ক্রিকইনফো

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুন ১২, ২০১৭ ১১:১১ পূর্বাহ্ণ