এছাড়া, সাতক্ষীরা সদর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন একজন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত।
ডা. হুসাইন সাফায়াত জানান, বিদেশফেরত নতুনদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১২ জন, কলারোয়াতে ৪৫ জন, তালাতে ৪৪ জন, কালিগঞ্জে ৩৮ জন, শ্যামনগরে ৩০ জন, আশাশুনিতে ৪ জন ও দেবহাটায় ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।
তবে, বিদেশ থেকে আগত লোকের সংখ্যা গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত ৯ হাজার ৩২৪ জন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনের বাইরে রয়েছে ৮ হাজার একশ’ ৬৪ জন।
হাসপাতালের এই কর্মকর্তা আরো জানান, সাতক্ষীরায় ইতোমধ্যে যারা ভারত, ইতালি, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এসব ব্যক্তিরা যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করে সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ওপর স্থানীয় স্বাস্থ্যবিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজরদারিতে রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে।
তবে, সাতক্ষীরায় এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কোন রোগী পাওয়া যায়নি।
সাতক্ষীরা জেলা করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, বিদেশ থেকে আসা প্রবাসীদেরকে ইতোমধ্যে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনার কাজ চালিয়ে যাচ্ছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।