নিপুণ বলেন, ‘আপনারা জানেন, পুরো পৃথিবী থেমে আছে করোনার কারণে। বাংলাদেশেও এখন একই অবস্থা বিরাজ করছে। এই সময়টুকু ঘরের ভেতরে থাকা খুব জরুরি। অনেকে জানেন, আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। যেখানে প্রায় ২৫ জন কর্মী কাজ করেন। প্রতিদিন প্রচুর মানুষ সেবা নিতে আসেন। একটা জায়গায় এত মানুষ আসা ও সমাগম বিপদজনক। তাই স্পা সেন্টারটি বন্ধ ঘোষণা করেছি। পাশাপাশি কর্মীদের কিছু বেতনও দিয়েছি। এমনকি আশেপাশে কিছু দরিদ্র মানুষকে সহযোগিতা করেছি। আপনারাও সচেতন হোন। ঘর থেকে বের হবেন না।’
কিছুদিন আগে নিপুণের মা ও মেয়ে বিদেশ থেকে এসেছেন। বিষয়টি উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘আমার মা-মেয়ে কিছুদিন আগে নিউ ইর্য়ক থেকে এসেছেন। আর আমার ভাই থাইল্যান্ড থেকে এসেছেন। ওনারা নিজেদের গৃহবন্দি রেখেছেন। আমি চাই আপনারা যারা বিদেশ থেকে এসেছেন তারাও নিজেদের গৃহবন্দি করে রাখেন। একটু সাবধানতা অবলম্বন করলে আমরা করোনার সাথে হয়তোবা যুদ্ধ করতে পারব।’