১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

ভারতে জনতা কারফিউ চলছে

ভারতজুড়ে চলছে ‘জনতা কারফিউ’। করোনাভাইরাস মোকাবিলায় গত বৃহস্পতিবার জনতা কারফিউর ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ (২২ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪ ঘণ্টা ধরে চলবে জনতা কারফিউ।

সকাল ৭টার আগেই এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, ‘আসুন, আমরা সবাই এই কারফিউর অংশীদার হই, যা কোভিড-১৯ মোকাবিলার লড়াইকে পোক্ত করবে।  আমরা এখন যে পদক্ষেপ করছি—তা পরবর্তী সময়ে সহায়তা করবে। বাড়ির মধ্যে থাকুন, সুস্থ থাকুন।’

চীন থেকে শুরু হওয়া করোনাভাইরাসের প্রকোপ সমগ্র বিশ্বকে টলিয়ে দিয়েছে। কোভিড-১৯ এর থাবা পড়েছে ভারতেও।  ইতোমধ্যেই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩১৫।  মৃত্যু হয়েছে চারজনের। গত দুই দিনে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কায় উদ্বেগ ও উৎকণ্ঠায় ভারত।  এই ভাইরাসের প্রকোপ রুখতে একমাত্র পথ সতর্কতা, ভিড় এড়িয়ে চলা। তাই এদিন জনতা কারফিউ চলছে।  জরুরি পরিষেবা ছাড়া আজ সবই বন্ধ।  ট্রেন চলছে হাতে গোনা।

এদিকে, নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে দেশের সবাইকে জনতা কারফিউয়ে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

তথ্যসূত্র: এনডিটিভি, আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রকাশ :মার্চ ২২, ২০২০ ১:০৪ অপরাহ্ণ