১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৩

যুক্তরাষ্ট্রে আইসোলেশনে সাকিব

ক্রীড়া ডেস্ক : সাকিব আল হাসান শনিবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তবে তিনি বাসায় ওঠেননি। দেখা করেননি স্ত্রী উম্মে আহমদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রির সঙ্গেও। সরাসরি উঠেছেন একটি হোটেলে। সেখানেই নিজেকে স্বেচ্ছায় আইসোলেশনে রেখেছেন।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় সাকিব বলেছেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্রে এসে পৌঁছালাম। যদিও প্লেনে সব সময় ভয় কাজ করেছে একটু হলেও। তারপরও চেষ্টা করেছি নিজেকে কিভাবে জীবাণুমুক্ত রাখা যায়। যখন আমি যুক্তরাষ্ট্রে পৌঁছালাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি এবং আমি ওদেরকে অবগত করেছি এখানে থাকব কিছুদিন। আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। এজন্য আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি।’

কিছুদিন সন্তানের কাছ থেকে দূরে থাকলে কেমন লাগে সেটা কেবল যারা বাবা হয়েছেন তারাই জানেন। সাকিব আল হাসানও জানেন। কিন্তু মহামারি করোনাভাইরাসের সময়ে মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক সেটার জন্য তিনি আলাইনার সঙ্গেও দেখা করেননি। এ বিষয়ে সাকিব বলেছেন, ‘যে কারণে আমি আমার বাচ্চার সাথে দেখা করিনি। এখানে এসেও নিজের বাচ্চার সঙ্গে দেখা করছি না, অবশ্যই এটা আমার জন্য কষ্টকর একটা ব্যাপার। তারপরও আমার কাছে মনে হয় এই সামান্য স্যাক্রিফাইসটুকু করতে পারলে আমরা অনেক দূর এগুতে পারব।’

প্রকাশ :মার্চ ২২, ২০২০ ১:০১ অপরাহ্ণ